UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ভার্চুয়ালী খুলনায় নবনির্মিত নারী পুলিশ ব্যারাকের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

koushikkln
জুন ২১, ২০২২ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষারআলো রিপোর্ট: খুলনায় নবনির্মিত নারী পুলিশ ব্যারাকের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ জুন) বিকেল সাড়ে ৩টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে গণভবন থেকে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে তিনি এই উদ্বোধন করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞার সভাপতিত্ত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্জ্ব তালুকদার আব্দুল খালেক। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার সংসদ সদস্য (সংরক্ষিত) জনাব গ্লোরিয়া ঝর্ণা, খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম-সেবা,  জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব এম.ডি.এ বাবুল রানা। এছাড়াও, আরও উপস্থিত ছিলেন কেএমপি ও খুলনাস্থ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, একইসাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উভয় প্রান্তে স্থাপিত ‘পদ্মা সেতু (উত্তর) থানা ও পদ্মা সেতু (দক্ষিণ) থানা’র কার্যক্রম, অনলাইন জিডি কার্যক্রম, বাংলাদেশ পুলিশ কর্তৃক ‍দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি গৃহ হস্তান্তর, পুলিশ হাসপাতালের আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল এবং বাংলাদেশ পুলিশের ৬টি নারী ব্যারাকের শুভ উদ্বোধন করেন।

ছবি: বয়রাস্থ পুলিশ লাইন্সে নারী পুলিশ ব্যারাকের উদ্বোধন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

ঊআ-বিএস