UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর- নাগরিক নেতৃবৃন্দের মতবিনিময়

koushikkln
আগস্ট ২৫, ২০২২ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা ওয়াসা কর্তৃক পানির মূল্যবৃদ্ধি, অনিয়মতান্ত্রিক বিল, গ্রাহকসেবা প্রদানে ব্যর্থতা ইত্যাদি সংক্রান্তে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কর্মকর্তাদের সাথে বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) বেলা ১টায় অধিদপ্তর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এ সময়ে অধিদপ্তরের পক্ষে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহিনুর আলম, সহকারী পরিচালক দিনারা জামান। নাগরিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীন, সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, সম্প্রীতি ফোরাম খুলনার সভাপতি সিলভী ফাতিমা, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, সুজনের সাবির খান, কেএইচ ফাউন্ডেশনের ফ ম শাহীন হোসেন, সাথী’র সভাপতি সালমা জাহান মনি প্রমুখ।

এ সময়ে উভয়পক্ষের মধ্যে খুলনা ওয়াসার বিভিন্ন অনিয়ম এবং এ বিষয় করণীয় সম্পর্কে আলোচনা হয়। এছাড়াও ভোক্তাদের বিভিন্ন অধিকার এবং বাস্তবায়নে অধিদপ্তর এবং নাগরিক সংগঠনসমূহের দায়িত্ব, কর্তব্য ও করণীয় সম্পর্কেও আলোচনা হয়। মতবিনিময় সভায় খাদ্যে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে অধিদপ্তরের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ অব্যাহত রাখা এবং আরও বেশি জোরদারের আহŸান জানানো হয়।