UsharAlo logo
রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান, টাকা জরিমানা

pial
ডিসেম্বর ২২, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

তথ্যবিবরণী : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে আজ (বৃহস্পতিবার) খুলনা নগরীর শেরে বাংলা রোডে তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী খাদ্য তৈরি করায় বিউটি বিস্কুট বেকারীকে ২০ হাজার টাকা এবং করিমনগরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় নাইম মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন দোকানে তদারকি করা হয়।

এ অভিযানকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণের জন্য নিদের্শনা প্রদান করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি করতে লিফলেট ও প্যামপ্লেট বিতরণ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)