UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ১৫টি প্রতিষ্ঠানকে জরিমানা

pial
জানুয়ারি ১২, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে আজ (বুধবার) খুলনা, কুষ্টিয়া, সাতক্ষীরা, মাগুরা, যশোর, বাগেরহাট ও মেহেরপুর জেলায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

খুলনার ফুলতলা উপজেলায় বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্র্ণ ওষুধ বিক্রি করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা, যশোর জেলার অভয়নগর উপজেলার দুইটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা, কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা, সাতক্ষীরা সদর উপজেলার দুইটি প্রতিষ্ঠানকে দুই হাজার পাঁচশত টাকা, মাগুরা সদর উপজেলার দুইটি প্রতিষ্ঠানকে তিন হাজার পাঁচশত টাকা, বাগেরহাট সদর উপজেলার চারটি প্রতিষ্ঠানকে চার হাজার টাকা এবং মেহেরপুর সদর উপজেলার দুইটি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর লিফলেট ও প্যামপ্লেট বিতরণ এবং সকলকে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। এ অভিযানে জেলা প্রশাসনের সহযোগিতায় ব্যবসায়ী প্রতিনিধি, জেলা বাজার কর্মকর্তা, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ বাজার তদারকি অব্যাহত থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)