UsharAlo logo
বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোজ্যতেলের বাজারে ফের অশনি সংকেত

koushikkln
অক্টোবর ১, ২০২২ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ভ্যাট সুবিধার মেয়াদ শেষ হওয়ায় আবার ভোজ্যতেলের বাজারে অশনি সংকেতের আশঙ্কা রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপনে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভোজ্য তেল আমদানিকারক ও ব্যবসায়ীদের এই সুবিধা দিয়েছিল। গত মার্চ মাসে স্থানীয় বাজারে ভোজ্য তেলের দাম বাড়তে থাকে। একপর্যায়ে ভোজ্য তেলের দাম লিটারে ২০০ টাকা ছাড়িয়ে যায়। বর্তমানে দাম ১৯২ টাকা।

গত সাড়ে ছয় মাস ভোজ্য তেল উৎপাদন ও ব্যবসায় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটমুক্ত সুবিধা ছিল। তেলের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সুবিধা দিয়েছিল, যার মেয়াদ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শেষ হয়েছে। তবে শনিবার (০১ অক্টোবর) পর্যন্ত ভোজ্য তেলে ভ্যাটের রেয়াতি সুবিধার মেয়াদ বাড়ানোর বিষয়ে নতুন কোন সিদ্ধান্ত দেয়নি এনবিআর। ফলে আবার অস্থির হতে পারে ভোজ্যতেলের বাজার।

গত ১৪ মার্চ এনবিআর প্রজ্ঞাপন জারি করে সয়াবিন ও পাম তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করে। এর দুই দিন পরে ভোজ্য তেলের আমদানি পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়। তখন এর মেয়াদ ঠিক করা হয় ৩০ জুন পর্যন্ত। পরে ৩ জুলাই আরেকটি প্রজ্ঞাপনে ভ্যাট মওকুফ সুবিধার মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়।