UsharAlo logo
মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভয়াবহ দাবানল গ্রাস করেছে তুরস্কের বনাঞ্চল

usharalodesk
আগস্ট ১, ২০২১ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : তুরস্কের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় বনাঞ্চল ভয়াবহ দাবানল গ্রাস করেছে। ৪ দিন ধরে চলমান দাবানাল আরও বিস্তৃত হয়েছে। দমকা বাতাস আগুনের তীব্রতাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

বনাঞ্চলে অন্তত ১০০টি বড় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত বুধবার হতে ছড়িয়ে পড়া আগুন বিস্তীর্ণ জঙ্গলে ছড়িয়ে পড়েছে ও দুজন অগ্নিনির্বাপক কর্মীসহ মোট ছয়জন নিহত হয়েছেন। অন্যদিকে পশু পাখিও রেহায় পাচ্ছে, তারাও পুড়ে মরে যাচ্ছে।

বহু ঘরবাড়ি ও কৃষিক্ষেত আগুনে পুড়ে গেছে ও হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটে গেছেন। দাবানলের তীব্রতা এত বেশি যে তুরস্কের আনতালিয়া ও মারসিন প্রদেশ থেকে ধোঁয়া গ্রিস পর্যন্ত পৌঁছে গিয়েছে, যার দূরত্ব দাবানলের স্থান হতে প্রায় ১৫০ কিলোমিটার। এরই মধ্যে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় ১৭ প্রদেশের মধ্যে অন্তত ৭০ এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির সবচেয়ে বেশি খারাপ আজিয়ান সাগর উপকূলবর্তী পর্যটন নগরী মারমারিসের। সেখানকার বেশ কয়েকটি রিসোর্টে আগুন ছড়িয়ে পড়ায় হুমকির মুখে পড়েছে পর্যটন ব্যবসাও।

দেশি-বিদেশি বহু পর্যটক ও স্থানীয় অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে। দেশি-বিদেশি অগ্নিনির্বাপক ৫টি বিমান, ৪৫টি হেলিকপ্টার ও ড্রোনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ১ হাজারেরও বেশি দমকলকর্মী।

তুরস্কের কৃষি ও বন মন্ত্রী বেকির পাকদেমিরলি জানান, গত চার দিনে ৯৮টি দাবানল শুরু হয়েছিল তার মধ্যে ৮৮টিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

দেশটির উপকূলীয় প্রদেশ ওসমানিয়ে, আদানা, আনথাইলিয়া, মেইসিন এবং পশ্চিম উপকূলীয় প্রদেশ মুগলায় দাবানল অব্যাহত রয়েছে।

(ঊষার আলো-এফএসপি)