ফুলবাড়ীগেট প্রতিনিধি :খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামে ২০২০ সালের ১৬ জুলাই সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করা হয়। শনিবার (১৬ জুলাই) ছিলো আলোচিত এ হত্যাকান্ডের ২ বছর । এ উপলক্ষে মশিয়ালী গ্রামের সাধারণ মানুষের উদ্যোগে বিকাল ৪টায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনাস্থল মশিয়ালী শহীদ স্মৃতি চত্তরে শহীদদের স্মরনে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়।
মশিয়ালী সন্ত্রাস নির্মুল কমিটির সভাপতি ইউপি সদস্য মোঃ বকতিয়ার পারভেজ এর সভাপতিত্বে ও শহীদ পরিবারের সন্তান হাফেজ মাসুম বিল্লাহের পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী । প্রধান বক্তা ছিলেন আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, সংরক্ষিত ইউপি সদস্য রাজিয়া বেগম, বক্তব্য রাখেন আলোচিত ট্রিপল মার্ডার মামলার বাদী মোঃ সাইদুল ইসলাম, মোঃ তবিবুর রহমান, সন্ত্রাসী হামলায় আহত আফসার শেখ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন ৩ টি তাজা প্রাণ কেড়ে নেওয়ার পরও আসামিরা জেল থেকে জামিনে এসে মামলার বাদী ও সাক্ষীদের হুমকি ধামকি দিচ্ছে।
অনুষ্ঠানে খানজাহান আলী থানার ওসি কামাল হোসেন উপস্থিত এলাকাবাসির উদ্যেশ্যে বলেন, এলাকাতে যদি কেউ এসে আইনশৃংখলার অবনতি করার চেষ্টা করে তাহলে সে যেই হোক তাকে কোন ছাড় দেওয়া হবেনা তিনি এলাকাবাসিকে ধৈয্য ধরার আহবান জানান। মশিয়ালী গ্রামের শহীদ পরিবারের স্বজনদের রুহের মাগফেরাত কামনা করেন। ৪ জন তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের পর ২০২১ সালের ২৫ অক্টোবর আলোচিত এ মামলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা শেখ জাকারিয়াসহ ২২ জনকে আসামি করে মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর রাধে শ্যাম।