UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মশিয়ালীতে ট্রিপল মার্ডার মামলার বাদীর বসতবাড়িতে অগ্নিসংযোগ : আটক ১

koushikkln
ডিসেম্বর ২৭, ২০২২ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামে নির্বিচারে গুলি করে তিনজনকে হত্যা মামলার বাদী শাহিদুল ইসলামের বসতবাড়িতে অগ্নিসংয়োগ ও বাদিকে হত্যার হুমকির ঘটনায় খানজাহান আলী থানায় দায়েরকৃত মামলায় ট্রিপল মার্ডার মামলার জামিনপ্রাপ্ত প্রধান আসামি বহিস্কৃত আওয়ামী লীগ নেতা শেখ জাকারিয়াকে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার সময় আলীমগেট এলাকা থেকে আটক করেছে পুলিশ। এর আগে গত ২৫ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় ট্রিপল মার্ডার মামলার বাদি শাহিদুল ইসলাম এর বসতবাড়ি সংলগ্নে খড়ের ঘড়ে অগ্নিসংয়োগ এর ঘটনায় শাহিদুল ইসলাম বাদি হয়ে ৭জনকে এজাহার নামিয় ও অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে খানজাহান আলী থানায় মামলা দায়ের করে। যার নং ১২।

মামলার আসামিরা হলেন জাকারিয়া, জাফরিন , মিলটন, জাহাঙ্গির শেখ , বাবুল শেখ , ইউসুফ গাজী এবং ইকবাল হোসেন জুয়েল। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান অগ্নিসংযোগ মামলার আসামি জাকারিয়াকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে এলাকাবাসী জানান, ট্রিপল মার্ডার ঘটনায় প্রশাসনের নিকট আটক হওয়ার পর জেল থেকে জামিনে এসে বেপরোয়া হয়ে উঠে জাকারিয়া, জাফরিন ও মিলটন বাহিনী একের পর এক মিথ্যা মামলা দিয়ে ট্রিপল মার্ডার মামলায় ক্ষতিগ্রস্ত পরিবারকে হয়রানি করছে।
এলাকাবাসী জানান, রাতের আধারে তারা বহিরাগত লোক নিয়ে এলাকাতে অস্ত্রের মহড়া দিয়ে গোটা এলাকাতে ত্রাসের রাজজ¦ কায়েম করে চলছে । এ ব্যাপারে কেএমপি পুলিশ কমিশনারসহ প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকার নিরীহ মানুষ।