UsharAlo logo
বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

মহসেন জুট মিলের শ্রমিকদের চুড়ান্ত পাওনা আদায়ে কর্মসূচি ঘোষণা

koushikkln
জুলাই ২৪, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : শিরোমনি শিল্প এলাকার মহসেন জুট মিলের শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে এক জরুরী সভা রবিবার (২৪ জুলাই) সন্ধায় গাফফারফুড মোড়ে অনুষ্ঠিত হয়।

শ্রমিক নেতা আমির মুন্সির সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সাইফুল্লাহ তারেক, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, মোঃ আইনউদ্দিন, সৈয়দ আলী প্রমুখ।

সভা থেকে মহসেন জুট মিলের যে সকল শ্রমিকরা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় আগামি ২৬ জুলাই বিকাল ৫ টায় মহসেন জুট মিলগেটে দোয়া অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া চলতি সপ্তাহের ভিতর শ্রমিক কর্মচারী চুড়ান্ত পাওনাদী পরিশোধ করা না কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারী দেন শ্রমিক নেতারা।