UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মহসেন জুট মিল মালিকের বাসভবন ঘেরাও, পাওনা পরিশোধে একসপ্তাহের আল্টিমেটাম

pial
সেপ্টেম্বর ১০, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : খুলনার শিরোমনি শিল্পা লের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল ১১ টায় খুলনা শেরে বাংলা রোডস্থ মহসেন জুট মিলের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম এর বাসভবন ঘেরাও করে মিলের শ্রমিক কর্মচারীরা।

মিছিল সহকারে শ্রমিকরা বাসভবনের সামনে অবস্থান করে স্লোগান দিতে থাকেন, এসময় শ্রমিক নেতারা বলেন , মিলের দালাল সিবিএ নেতাদের সহযোগিতায় ২০১৩ সালে মিলটি কৃত্রিম অর্থ সংকট দেখিয়ে শ্রম আইন কে তোয়াক্কা না করে বন্দ করে দেয় , মিল বন্ধের ৯ বছর অতিবাহিত হলেও মিলের মালিক প্রায় ৪ শতাধিক শ্রমিক কর্মচারীদের পাওনা ১১ কোটি টাকা পরিশোধ না করে মিলের দালাল সিবিএ নেতা শেখ আঃ রশিদ, ইসমাইল হোসেন মন্টু সহ কতিপয় নেতাদের নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, মিল বন্ধ হওয়ার পর থেকে ৮২ জন শ্রমিক মিল মালিকের নিকট পাওনা থাকা পরও বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে। আগামি ১ সপ্তাহের ভিতর শ্রমিকদের পাওনা পরিশোধ করা না হলে মিল মালিকের বাসভবনে লাগাতার অবস্থান ও মহসেন জুট মিলের মালিককে বাড়িতে অবরুদ্ধ করে রাখা হবে বলে জানান শ্রমিক নেতারা।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী , শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান , খুলনা জেলা প্রশাসক, ও খুলনা বিভাগীয় শ্রম পরিচালক এর আশু হস্তক্ষেপ ও কামনা করেন শ্রমিকরা। বেসরকারী পাট সুতা ,বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় সভায় বক্তৃতা করেন বেসরকারী পাট সুতা ,বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী, মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম কাগজি, মোঃ নিজামউদ্দিন, লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, প্রমুখ।

(ঊষার আলো-এফএসপি)