UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মহানগরীর পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা সামগ্রী বিতরণ

koushikkln
আগস্ট ২৯, ২০২১ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা সিটি কর্পোরেশনের  মহানগর পরিচ্ছন্ন কর্মীদের নিরাপত্তা সামগ্রী বিতরণের উদ্বোধন হয়েছে। গিভ টু এশিয়ার সহযোগিতায় অ্যাওসেড ও কঞ্জারভেন্সি বিভাগ কেসিসি এর যৌথ উদ্যোগে রবিবার (২৯ আগস্ট) বেলা ১২টায় জিআইজেড মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন হয়।

অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের মো: আজমুল হক সচিব (উপসচিব)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তালকদার আব্দুল খালেক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: মনোয়ার হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা, মো:আব্দুল আজিজ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, আবির-উল-জব্বার চিপ প্লানিং অফিসার, মো: আনিসুর রহমান কঞ্জারভেন্সি অফিসার, নূরুন্নাহার এ্যানী , সহকারী কঞ্জারভেন্সি অফিসার, মো: আব্দুর রকীব, সহকারী কঞ্জারভেন্সি অফিসার, মো: জিয়াউর রহমান, সহকারী কঞ্জারভেন্সি অফিসার, এস এম শহিদুল ইসলাম, সি. এস. আই, মো: তানবিনুল ইসলাম সি. এস. আই প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের ৪০০জন পরিচ্ছন্ন কর্মীদের নিরাপত্তা সামগ্রী (গাম বুট, রি-ইউজেবল মাস্ক, হ্যান্ড গ্লাভস্, ছাতা) বিতরণ করা হয়। উদ্বোধনী সভায় প্রাথমিক পর্যায়ে ২২ নং ওয়ার্ডের পরিচ্ছন্ন কর্মীদের মাঝে নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকীদের মাঝে বিতরণ করা হবে।