স্বপন সাহা ও সরস্বতী সাহা’র সুস্থতা কামনায়
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার কার্যনির্বাহী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও ধর্মানুরাগী স্বপন কুমার সাহা এবং মহানগর সহ-সভাপতি সমরেশ সাহার স্ত্রী সরস্বতী সাহা উভয়ই গুরুতর রোগে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন আছেন। তাঁদের আশু রোগমুক্তি কামনায় আজ ২৬ মে ’২৫ সোমবার কয়লাঘাট শ্রীশ্রীকালীবাড়ী মন্দির প্রাঙ্গণে বিকেল ৫টায় এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও এস্টেট অব শ্রীশ্রীসত্যনারায়ণ মন্দিরের নির্বাহী ট্রাস্টি গোপী কিষণ মুন্ধড়া এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু পরিচালনায় প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, সদর থানা সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক পাপ্পু সরকার, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, সম্পাদকমÐলীর সদস্য মহাদেব সাহা, বাবলু বিশ্বাস প্রদীপ সাহা মদন, তরুণ রায় শিবু, ভবেশ সাহা, রূপন দে, দেবদাস মÐল, বৈষ্ণব বলরাম দাস, সুশান্ত ব্যানার্জী, শংকর পোদ্দার, দীপক দত্ত, বাবু শীল, অলোক দে, রবীন দাস, রাজকুমার হেলা, সুশীল দাস, অশোক ঘোষ, দুলাল সরকার, সাধন রায়, নারায়ণ দাস, দিলীপ দেবনাথ, পরিমল রায়, রবীন্দ্রনাথ সরকার, দিপু সমাদ্দার, নূপুর দাস, মানিক শীল, রাজু শীল, শুভ দত্ত, সজল দাস, প্রবীর মÐল, মুকুন্দ মুরারি দাস, অতুল বলরাম দাস, আকাশ দাস, মনোজ দাস, পরিতোষ সরকার, অসীম দাস, উজ্জল সরকার, দীপক সাহা, অনিক ব্যানার্জী, শুভ শর্মা, সঞ্জয় রায়, কৃষ্ণ হোড়ে, তপু রায়, হৃদয় দাস, অমিত সাহানি প্রমুখ।
ঊআ-বিএস