UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মহানগর বিএনপির সমাবেশ সোমবার : প্রস্তুতি সভা

koushikkln
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মহানগর বিএনপির ২৮ ফেব্রুয়ারির (সোমবার) সমাবেশ হবে শতভাগ শান্তিপূর্র্ণ বাধা আসলে পরিনাম ভালো হবে না বলে হুশিয়ারি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। তারা বলেন, জনজীবনের সংকট সমাধানসহ দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থ এ সরকার নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিরোধী দলের মতপ্রকাশে বাধা সৃষ্টি করছে। সরকারের সিন্ডিকেটের সদস্যদের দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সকলের মধ্যে নাভিশ্বাস উঠেছে| নেতৃবৃন্দ আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশের মাটিতে কোন নির্বাচন বিএনপি হতে দেবে না। বাংলাদেশের জনগণ দুর্বার গণআন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করবে। ব্যর্থতার জন্য আন্দোলনের তোড়ে অবিলম্বে এ সরকার ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হবে।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারির (আজ সোমবার) মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ সফলের লক্ষ্যে সদর থানা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় বক্তারা এ মন্তব্য করেন। বক্তারা বলেন, সরকার প্রধান বলেছিল ক্ষমতায় আসলে ১০ টাকা কেজি চাল খাওয়াবে। কোথায় সেই ১০ টাকা কেজির চাল? আওয়ামী লীগ এদেশের মানুষের সাথে প্রতারণা করছে।

বিএনপি নেতা নাজির উদ্দীন আহমেদ নান্নুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বিশেষ অতিথি ছিলেন মহানগর যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আজিজুল হাসান দুলু, কে এম হুমায়ূন কবীর, মুজিবর রহমান, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, খন্দকার আহসানুল ইসলাম নিক, সজিব তালুকদার, গাজী আফসার উদ্দিন, মাহবুব উল্লাহ শামিম, মোল্লা ফরিদ আহম্মেদ, নাসির উদ্দিন খান, শহীদ খান, এইচ এম আসাম, হুমায়ূন কবীর চেšধুরী, শফিকুল ইসলাম শফি, মো: জাহাঙ্গীর হোসেন, কে এম মাহবুব আলম, এ্যাড মারুফ হোসেন, জি এম মঈন উদ্দিন, সালাউদ্দিন মোল্লা বুলবুল, গোলাম কিবরিয়া, শহিদুল ইসলাম রিয়াজ, আসাদুজ্জামান আসাদ, মো: মেশকাত আলী, মো: মাসুদ খান, মো: আব্দুল হান্নান, মৃধা শফিকুল ইসলাম, মো: শাহজালাল গাজী, মো: রিপন, মো: রবিউল ইসলাম, মিজানুর রহমান, শেখ বায়জিদ, আব্দুল হান্নান হাওলাদার, বাবুল হোসেন, লোকমান হোসেন, শফিকুল ইসলাম বাদল, সেলিম হোসেন মিন্টু, মেহেদী হাসান, মো: আবু সায়েম উদ্দিন, মো: বাবুল হোসেন, মো: কবীর ফরাজি, মো: রবিউল ইসলাম, নুর ইসলাম, মেহেদি হাসান, মো: নাজমুল, মো: মহিবুল্লাহ শামিম, মো: হাবিব, মো: সেলিম হোসেন মন্দল, বশির উদ্দিন, ফিরোজ আহম্মেদ, এস এম নুরুল আলম, জাহিদ হাসান, মো: বশির আহম্মেদ, মো: নাজমুল হক, লুৎফন নাহার লাভলি, মো:রফিকুল ইসলামসহ অনেকে।

এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার বেলা ২ টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে খুলনা মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মহামুদ চৌধুরী| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিদ্য ইসলাম অমিত, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় বিএনপি নেতা ও বিশিষ্ট কৃষিবিদ শামিমুর রহমান শামীম, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু। সভায় সভাপত্বি করবেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা।
সমাবেশ সফল করতে মহানগীর সকল থানা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির।