জ্বর, গলাব্যথা নিয়ে অসুস্থাবস্থায় চিকিৎসকের পরামর্শে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। সোমবার (৩ মার্চ) বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন। মিডিয়া সেল জানিয়েছে, অসুস্থতার কারণে দলীয় কার্যালয়ে অনুপস্থিত ও নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করতে না পারায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন দুঃখ প্রকাশ করেছেন। একই সাথে তিনি তাঁর সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।
সুস্থতা কামনা: মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব আবু হোসেন বাবু প্রমুখ।
ঊআ-বিএস