মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তবাদী দল-বিএনপি খুলনা মহানগর ও জেলা শাখা কর্মসূচি গ্রহন করেছে।
কর্মসুচির মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর সুর্য্যদ্বয়ের সাথে সাথে বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় কার্যালয়ে আলোকসজ্জা। সকাল ৮টায় গল্লামারী স্মৃতিসৌধে বিএনপি’র উদ্যোগে শহীদদের প্রতি পুস্পার্ঘ অর্পণ। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বিএনপি’র কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সকল কর্মসুচিতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।