ঊষার আলো ডেস্ক : কৃষ্টি (একটি সমাজ উন্নয়ন সংগঠন) এর উদ্যোগে বৃহস্পতিবার ( ১৬ ডিসেম্বর ) মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২১ উপলক্ষে দৌলতপুর মহেশ্বরপাশা কালীবাড়ি অলোক চত্বরে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা। বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র। উপস্থিত ছিলেন দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশ জুট অ্যাসোসিয়শনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলী।
সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুদ আলম খাজা, নাসিবুল হাসান চাননু ,শাহাদাত হোসেন মিঞা,আতাউর রহমান, সহিদুল ইসলাম মিলন, নাঈম , মনিরুজ্জামান খোকন মাকসুদ হাসান পিংকু, সন্দ্বীপ কুমার দে ,মনিরা আক্তার, , সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ ।