UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

‘মাইনাস টু ফর্মুলা’ নিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন: প্রাণিসম্পদ উপদেষ্টা

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ৪, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মাইনাস টু নিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন৷ এ ধরনের বক্তব্য অহেতুক বিতর্কের জন্ম দেয়৷ মাইনাস টু ফর্মুলার কোনো চিন্তা সরকারের নেই।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ওয়ান হেলথ ডে’র অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ফ্যাসিবাদী আচরণের কোনো প্রতিফলন এই সরকারের মধ্যে থাকার সুযোগ নেই বলেও জানান তিনি।

এর আগে গতকাল রোববার এক সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মাইনাস টু ফর্মুলা কিংবা বিএনপিকে বাদ দেয়ার ষড়যন্ত্র চলবে না।’

নাম উল্লেখ না করে মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা অপ্রত্যাশিত ও অযাচিত মন্তব্য করে বলেছেন, রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে অস্থির।’ এই সরকারের কারও কাছ থেকে এ ধরণের বক্তব্য অপ্রত্যাশিত বলেও জানান তিনি।