UsharAlo logo
বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

ঊষার আলো রিপোর্ট
মার্চ ১১, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

দ্রুততম সময়ের মধ্যেই মাগুরায় শিশু ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে। নারী নিরাপদ নন। সবাইকে আবারও ঐক্যবদ্ধভাবে এই অপরাধীদের বিরুদ্ধে কাজ করতে হবে।

সোমবার নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে প্রতিবাদ র‌্যালিপূর্ব বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত র‌্যালিটি কাকরাইলের নাইটেঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনে গিয়ে শেষ হয়।

রিজভী বলেন, সরকারকে বলতে চাই, দ্রুততম সময়ের মধ্যে শিশুর ওপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে দৃষ্টান্ত দেখে অন্য অপরাধীরা, অন্য ধর্ষকরা, অন্য দোসরদের হৃদয়ে হৃৎকম্প তৈরি হয়। এটাই হচ্ছে আইনের শাসন, এর জন্যই ১৫ বছর আমরা লড়াই করেছি। এজন্য এত আত্মত্যাগ, এর জন্য আরেক দস্যু শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে।

মাগুরার শিশুর আইনি দায়িত্ব তারেক রহমান নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তিনি ঘটনার পর দ্রুতগতিতে নারী নেত্রীদের হাসপাতালে পাঠিয়েছেন।প্রশাসনে কারা প্রশ্ন রেখে রিজভী বলেন, এখন তো অন্তর্বর্তী সরকার, স্বৈরাচার তো নেই। তাহলে কেন এসব ঘটনা ঘটছে? প্রশাসনে কারা?

ছাত্রদের জায়গা শিক্ষাঙ্গনে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, যারা বৈষম্যবিরোধী ছাত্র, তাদের প্রতি তো আমাদের কৃতজ্ঞতা রয়েছেই, তাদের অবদান তো আমরা ভুলি না। কিন্তু তারা যদি ডিসিকে নির্দেশ দেয়, এসপিকে নির্দেশ দেয়, তারা যদি ডিসি-এসপির ঘরে বসে থাকে, তাহলে আইন প্রয়োগ হবে কী করে? ডিসি-এসপি অন্যায় করলে ক্যাম্পাসে তার প্রতিবাদ করুন। আপনার জায়গায় ক্যাম্পাস। আপনার হাতে বই থাকবে। শিক্ষাব্যবস্থাকে আরও কীভাবে মজবুত করা যায়, আরও কীভাবে শিক্ষার মেরুদণ্ডকে মজবুত করা যায়, সেটা করুন। বৈষম্যবিরোধী ছাত্রদের অনুরোধ করব, আপনারা ক্যাম্পাসে অন্যায়ের প্রতিবাদ গড়ে তুলুন। এসপির রুমে গিয়ে তদারকি করা, ডিসির রুমে গিয়ে তদারকি করা, বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে তদারকি করা আপনাদের কাজ না।

মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহীনুর নার্গিসের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহিলা দলের সহসভাপতি নেওয়াজ হালিমা আরলি, যুগ্মসাধারণ সম্পাদক শাহানা আখতার শানু, মহানগর উত্তরের সভানেত্রী রুমা আখতার, দক্ষিণের সদস্য সচিব লুনা লায়লা প্রমুখ।

ঊষার আলো-এসএ