UsharAlo logo
সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষনকারীদের ফাঁসির দাবিতে খুলনা মেডিকেলের সামনে মশাল মিছিল

ঊষার আলো প্রতিবেদক
মার্চ ১০, ২০২৫ ১২:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাত সাড়ে ১১টায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে খুলনা মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াসহ সারা দেশের ধর্ষকদের ফাঁসির দাবিতে সম্মিলিত বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
খুলনা মেডিকেল কলেজের কে-৩০ ব্যাচের শিক্ষার্থী মিরাজ আল ইমরান এ নেতৃত্বে মশাল মিছিলে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের কে-৩১ ব্যাচের শিক্ষার্থী ইরটেজা , কে-৩২ ব্যাচের শিক্ষার্থী অর্ণ , ও কে-৩০ ব্যাচের শিক্ষার্থী মোঃ-মিরাজুল ইসলাম প্রমুখ ।

বিক্ষোভ মিছিলে তারা- ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোন তোমার বোন, আছিয়া আছিয়া’, ‘আমার বোনের কান্না, আর না আর না’, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘২৪ এর বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ মিছিলটি খুলনা মেডিকেল কলেজের হোস্টেল থেকে শুরু করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে খুলনা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেটের সামনে এসে বিক্ষোভ মিছিল এসে শেষ করে।

ঊআ-বিএস