UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১

usharalodesk
ডিসেম্বর ১৫, ২০২২ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মাগুরায় ঢাকা-খুলনা মহাসড়ের সীমাখালী বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে একটি বাস ধাক্কা দিলে ওই বাসের এক যাত্রী নিহত হন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত যাত্রীর নাম মো. আলী (৫০)। তিনি নরসিংদী জেলার সানের বাড়ি গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে।

দুর্ঘটনায় বাসের আরও তিন যাত্রী আহত হয়েছেন। তারা হলেন, লিয়াদ হোসেন (৩৪), মো. আমির হোসেন (২৭) ও শান্ত মোল্লা (২৫)। আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  মাগুরা শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিসারুল ইসলাম বলেন, মামুন পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে নরসিংদী থেকে যশোরের উদ্দেশে আসছিল। সীমাখালী এলাকায় এসে বাসটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়।

তিনি বলেন, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বলেন, ভোরে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়ে তিনজন ভর্তি হয়েছেন।

ঊষার আলো-এসএ