UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাগুরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

usharalodesk
জুন ১২, ২০২১ ১১:১৮ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক- বালিকা (অনুর্ধ্ব-১৭) জেলা পর্যায়ে খেলা শুরু হয়েছে। শনিবার (১২ জুন) সকালে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুলিয়া সুকায়না’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবীর ও জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস প্রমুখ।
দিনের প্রথম খেলায় বালক গ্রুপে মাগুরা সদর উপজেলা ফুটবল দল ২-০ গোলে গোলে শ্রীপুর উপজেলা ফুটবল দলকে হারিয়ে জয়ী হয়। তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলার প্রথম আর্ধের ২০ মিনেটে মাগুরা সদর উপজেলা দলের সৌজন প্রথম ১টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। পরে ২য় আর্ধের ১৫ মিনিটে মাগুরা সদর দলের একরামুল ২য় গোল করে। খেলার শেষের দিকে পাল্টা আক্রমণ করে ৪৮ মিনিটে শ্রীপুর দলের রায়হান প্রথম গোল করে কিছুটা সমতা ফেরায়। নির্ধারিত খেলা শেষে মাগুরা সদর উপজেলা জয়ী হয়।
দিনের দ্বিতীয় খেলায় বালক গ্রুপে মহম্মদপুর উপজেলা ৩-০ গোলে শালিখা দলকে পরাজিত করে। বিকালে বালিকা গ্রুপের প্রথম খেলায় শ্রীপুর উপজেলা ফুটবল দল ৭-০ গোলে মাগুরা পৌরসভাকে হারিয়ে জয়ী হয়। মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এ টুর্ণামেন্টের আয়োজন করে । এ টুর্ণামেন্টে বালক গ্রুপে ৫ টি দল ও বালিকা গ্রুপে ৪ টি ফুটবল দল অংশ নিয়েছে।

(ঊষার আলো-এমএনএস)