UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাটির ৬৩০ ফুট নিচে পাওয়া গেল বনাঞ্চলের খোঁজ

pial
মে ২৬, ২০২২ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : মাটির ৬৩০ ফুট গভীরে সিঙ্কহোলের খোঁজ পেলেন চীনের বিজ্ঞানীরা। আর এ সিঙ্কহোলের ভেতর বিশাল এক প্রাচীন বনাঞ্চলও খুঁজে পেয়েছেন তারা। ইতোমধ্যেই এ সিঙ্কহোলে থাকা বনাঞ্চলের ছবি ভাইরাল হয়েছে। তবে এবারই প্রথম নয়, এর আগে মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশেও এমন সিঙ্কহোলের সন্ধান পাওয়া গেছে।

চীনের বিজ্ঞানীদের দ্বারা সম্প্রতি আবিষ্কৃত সিঙ্কহোলটির গভীরতা ৬৩০ ফুট, দৈর্ঘ্য ১০০০ ফুট এবং প্রস্থ ৪৯০ ফুট। আবিষ্কৃত বিশাল সিঙ্কহোলের ভেতর যে বনাঞ্চল পাওয়া গেছে সেখানে বিশাল উচ্চতার গাছও রয়েছে। সেখানে ১৩১ ফুট বা ১৩ তলা ভবনের সমান গাছের অস্তিত্ব মিলেছে বলে জানিয়েছেন চীনা বিজ্ঞানীরা। সিঙ্কহোলটির ভেতরের প্রবেশের ৩ টি পথেরও সন্ধান পেয়েছেন তারা। ভেতরে গাছগুলো সূর্যের দিকে মুখ করে বেড়ে উঠেছে বলে জানিয়েছেন তারা।

চীনের এক সংবাদমাধ্যম সিজিটিএনের খবরে বলা হয়, প্রকৃতিতে হঠাৎ সৃষ্টি হওয়া বিশালাকার গর্ত সিঙ্কহোল নামে পরিচিত। সম্প্রতি বিজ্ঞানীরা দেশটির দক্ষিণাঞ্চলের গুয়াঞ্জি ঝুয়াং স্বায়ত্বশাসিত অঞ্চলে ৬৩০ ফুট গভীর সিঙ্কহোল খুঁজে পেয়েছেন। এর ভেতরে লুকিয়ে রয়েছে বিশাল এক প্রাচীন বনাঞ্চল। এ বনাঞ্চলে এর আগে কখনো মানুষ প্রবেশ করেনি বলেই দাবি দেশটির বিজ্ঞানীদের। গবেষক দলের প্রধান চেন লিক্সিন জানান, সিঙ্কহোলের ভেতর যেমন ছোট ছোট গাছ রয়েছে তেমনই রয়েছে ১৩১ ফুটের বিশালাকৃতির গাছও। তবে এখানে এমন কিছু আবিষ্কারের সম্ভাবনা রয়েছে যা আগে কখনোই দেখা যায়নি।

সূত্র- এনডিটিভি।

(ঊষার আলো-এসএইস)