UsharAlo logo
রবিবার, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাথার চুলে পাখির বাসা!

pial
এপ্রিল ১৬, ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চুল তো নয় যেন পাখির বাসা, অনেকেই কথায় কথায় এমনটা বলে থাকেন। তবে এবার নেট দুনিয়ায় এমনই একটি ঘটনা ভাইরাল হয়েছে। এক নারীর চুলে বাসা বেঁধে প্রায় তিন মাস ছিল এক পাখি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে হানা বুর্ন নামের ব্রিটিশ এক নারী একটি পোস্ট করেন। এই নারীর দাবি, পাখিটি দল ছাড়া হয়ে তার কাছে আশ্রয় নেয়। এরপর সে চুলে বাসা বেঁধে ৮৪ দিন পর্যন্ত ছিল।

পেশায় ফটোগ্রাফার ও কপিরাইটার হানা জানিয়েছেন, কাজের প্রয়োজনে আফ্রিকার দেশ ঘানাতে গিয়েছিলেন তিনি। সেখানেই তার সঙ্গে এ ঘটনা ঘটেছিল। এছাড়া ঘটনাটিও পুরোনো, ২০১৮ সালের।

হানা বুর্ন জানান, ২০১৮ সালে কোন এক বর্ষার দিনে বাড়ির সামনের আম গাছটির দিকে তাকিয়ে দেখেন যে, প্রচণ্ড ঝড়ে একটি পাখির বাসা উড়ে গেছে। আর সে সময়ই ছোট পাখিটি তার নজরে আসে। পাখির বর্ণনা দিয়ে দ্য গার্ডিয়ানকে তিনি বলেন, ‘ সেপাখিটি আমার ছোট আঙুলের সমান ছিল। আর এটির পালকের রং ছিল বিস্কুটের মতো। চোখ দুটো কলমের কালি ও আর ঠোঁটটা পেন্সিলের নিবের মতো ছিল।’

ঘটনার বিবরণ দিয়ে হানা জানান, একটা তোয়ালের মধ্যে পাখিটাকে নিয়ে আমি তারপরে কার্ডবোর্ডের বক্সের ভেতর রেখেছিলাম। এ পাখিটা প্রতিদিন আমার চুলে ছোট ছোট বাসা তৈরি করছিল, আমাকে যা হতবাক করে। চুলের নিচে লুকিয়ে থাকতো। পরবর্তীতে ঠোঁট দিয়ে আলাদা আলাদা স্ট্র্যান্ডগুলো একত্রিত করে বৃত্তাকার ভাস্কর্যের মতো তৈরি করেছিল, যা পুরোপুরি একটা পাখির বাসার মতোই ছিল।

হানা ব্যক্তিগত জীবনেও একজন পাখি প্রেমী। আকাশে পাখি উড়তে দেখলে ভীষণ আনন্দ পান তিনি। তবে তার চুলে বাসা বাঁধা পাখিটি যেদিন উড়ে গিয়েছিল ভীষণ কষ্ট পেয়েছিলেন বলে জানান তিনি।

(ঊষার আলো-এফএসপি)