UsharAlo logo
বুধবার, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

মাথার চুলে বিখ্যাত তারকাদের ছবি!

ঊষার আলো
অক্টোবর ২৮, ২০২১ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চুলের মধ্যেই রকমারি নকশা তৈরী করে বিখ্যাত হয়েছেন ভারতের হরিয়ানার সেলুনে রাজ বিন্দর সিং সিধু ও গুরু বিন্দর সিং সিধু নামক দুই ভাই। একজনের বয়স ৩১ ও অপরজনের বয়স মাত্র ১৯ বছর। দু’ভাইয়ের এই হেয়ার কাটিং রীতিমতো ব্যাপক সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

প্রায় ৭ বছর আগে দুই ভাই এই ব্যবসায় নেমে ছিলেন। তখন বিনামূল্যে শুধুমাত্র দক্ষতা অর্জনের তাগিদে তারা চুল কাটেন।
আর বর্তমানে দুজনে অত্যন্ত দক্ষতার সাথে সেই কাজ বহাল তবিয়তে করছেন। হরিয়ানার দেবওয়ালিতে রয়েছে এই সেলুনটি। মাথার চুলের মধ্যে তৈরি করেন বিখ্যাত সব খেলোয়াড় বা অভিনেতাদের নিখুঁত ছবি।

ইতিমধ্যে দুই ভাইয়ের হেয়ার কাটিং স্টাইলের মধ্যে রয়েছে অজয় দেবগন, হৃত্বিক রোশন, ড্যান, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাজমহল প্রভৃতি। কিন্তু এখানে গ্রাহকদের আসতে গেলে রীতিমতো হাতে সময় নিয়ে আসতে হয়। প্রতিদিন দোকানে প্রচুর ভিড় থাকলেও, চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও প্রতিটি কাজই অত্যন্ত নিপুণভাবে করে থাকেন দুই ভাই।

এই দুই ভাই নিজেদের পছন্দ কখনই তাদের গ্রাহকদের ওপর চাপিয়ে দেন না। গ্রাহকরা নিজেরাই পছন্দ করে আনেন ছবি, আর সেটাই হাতের জাদুতে অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয় তার মাথার চুলে।

(ঊষার আলো-এফএসপি)