UsharAlo logo
বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাদকের কারণে যুব সমাজ নিমজ্জিত হচ্ছে অন্ধকারে : এড. মনা

ঊষার আলো ডেস্ক
মে ১৪, ২০২৫ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালী

খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। সবই হচ্ছে আবার কিছুই হচ্ছে না। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে এর প্রবণতা। একই সাথে গড ফাদাররা থাকছে বহাল তবিয়তে। মাদকের কারণে যুব সমাজ নিমজ্জিত হচ্ছে অন্ধকারে। ভেঙ্গে যাচ্ছে দেশের চালিকা শক্তি যুব সমাজের মেরুদন্ড, যার পরিপ্রেক্ষিতে সমাজ ব্যবস্থায় চরম বিশৃংখলা দেখা যাচ্ছে। কুফলের দিক জেনেও এক অদৃশ্য শক্তি বশ করছে এ সমাজকে।
বুধবার ( ১৪ মে) দৌলতপুর থানার অর্ন্তগত ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় দৌলতপুরে বিএনপির উদ্যোগে মাদক বিরোধী র‌্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিনিয়তই সুস্থ জীবন থেকে সরে যাচ্ছে বহু তরুণ, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সের মানুষ। দেশে কী পরিমাণ মাদকাসক্ত মানুষ রয়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। সুস্থ এবং সুশৃংখল সমাজ নির্মাণ করতে হলে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে যুব সমাজকে।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, মাদক এমন একটি নেশা যাতে একবার প্রবেশ করলে পরিত্যাগ করা খুবই কঠিন। মাদক কিভাবে মানুষকে ধ্বংসের পথে নিয়ে চলে তা সে নিজে জানে না, এমন কি সে নিজে বুঝতে পারে না এবং অপরকে বুঝতে দেয় না। মাদক গ্রহণের সাথে সাথে মানুষ সামাজিকভাবে বিচ্ছিন্ন হতে শুরু করে। পরে শুরু হয় পারিবারিক বিচ্ছেদ। খুলনা নগরীতে মাদকের সাথে সমাজ ব্যবস্থায় যে পঁচন ধরছে তা থেকে প্রভাব পড়ছে সমাজের সকল জায়গায়। তিলে তিলে নষ্ট হচ্ছে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র। বিভিন্ন বাহিনীর অভিযানে প্রায় সময়ই ধরা পড়ছে ছোট বড় অনেক চালান। সাথে ধরা পড়ছে মাদকসেবী ও ছোট ছোট চালানকারীরা। বড় কারবারিরা রয়ে যাচ্ছে চোখের অন্তরালে, আইনের বাইরে। কয়েক দিন পরেই আইনের ফাঁক দিয়ে বের হয়ে আসছে জেল থেকে এসব অপরাধী। আবারও পুরানো কর্মে লিপ্ত হচ্ছে। মাদকের ছোবল থেকে যুব সমাজকে বাঁচাতে হলে পারিবারিক ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। মাদক প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন এনজিও, শিক্ষক, মসজিদের ইমাম বা অন্যান্য ধর্মের বিশিষ্টজন, পিতামাতা, অভিভাবক, জনপ্রতিনিধিসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। স্কুল- কলেজে সাধারণ শিক্ষার পাশাপাশি মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে শিক্ষাদান ও বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বোপরি মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের সকলকে সচেতন হতে হবে।
ওয়ার্ড জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেন, মতলুবুর রহমান মিতুল, খবির উদ্দীন, লিয়াকত হোসেন লাভলু, আনসার আলী, ইকবাল খন্দকার, রাসেলুজ্জামান, বেল্লাল হোসেন, আব্দুর রাজ্জাক, মনিরুল ইসলাম নিশা, মিজানুর রহমান, শামীম আজাদ মিলু, সেলিম আহসান, মাসুদুর রহমান রানা, আব্দুল ওহাব, পারভেজ ইসলাম, সিরাজুল ইসলাম সানি, এলেম হাওলাদার, হাদিসুর রহমান নোমান, কামাল হোসেন, মহিদুল ইসলাম, আল আমিন রতন, খন্দকার লিটন, আল আমিন লিটন, মিজানুর রহমান মৃদুল, হায়দার আলী লাব, শওকত হোসেন, সিদ্দিকুর রহমান, সালমা বেগম, মদিনা হাওলাদর, রবিউল ইসলাম, এম এম শফি, নাসির হাওলাদার, জুবায়ের হোসেন রাফি, আব্দুলাহ মামুন, শাহিন খান, হীরা বেগম প্রমূখ। সমাবেশ শেষে মাদক বিরোধী বিভিন্ন প্লাকার্ড নিয়ে র‌্যালী করে বিএনপি নেতৃবৃন্দ।
ঊআ-বিএস