১১, ১২ ও ১৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ ও র্যালী
খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর উদাসিনতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ধরি মাছ-না ছুই পানি নীতির কারণে খুলনা নগরী মাদকে ভাসছে। বার বার প্রশাসনকে বলা সত্ত্বেও পুলিশ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। পুলিশ যদি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন না করেন, তাহলে মহানগর বিএনপি কেএমপি সদর দপ্তর ঘেরাও কর্মসুচি দিতে বাধ্য হবে।
সোমবার (১২ মে) বিকাল ৪টায় নগরীর খালিশপুর থানা বিএনপির অর্ন্তগত ১১, ১২ ও ১৩নং ওয়ার্ডের উদ্যোগে উদ্যোগে স্থানীয় আলমনগর মোড়ে মাদক বিরোধী র্যালী পুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এড. মনা মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা সমাজের শত্রু উল্লেখ করে তাদেরকে চিহ্নিত করে সামাজিকভাবে বয়কট ও আইন-শৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দেয়ার আহবান জানিয়েছেন।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশে আমরা জনগণের পাশে আছি বলেই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আমরা মাঠে নেমেছি। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষনা করেছি। যারা মাদক ব্যবসায়ী তাদেরকে অবিলম্বে আইনের মুখোমুখি দাড় করাতে হবে। যেসকল অসৎ পুলিশ সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকতা, মাদক ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক রেখেছেন তাদেরও চিহ্নিত করতে হবে। তুহিন হুশিয়ারি উচ্চরণ করে বলেন বিএনপি বা অঙ্গদলের কারো যদি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার প্রমান মিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। প্রতিনিয়ত মাদক ব্যবসার ভাগাভাগি নিয়ে নগরীতে হামলা ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। যার ফলে খুলনা নগরী অশান্ত হয়ে উঠেছে। মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষার জন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকাসক্ত একটি সন্তানের কারণে একটি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকাসক্ত সন্তানকে নিয়ে পরিবারগুলো দিশেহারা হয়ে পড়ছে। খালিশপুর থানা বিএনপির সভাপতি এ্যাড. শেখ মোহাম্মাদ আলী আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, হাবিবুর রহমান বিশ্বাস, বিপ্লবুর রহমান কুদ্দুস, মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন, সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহসানউল্লাহ বুলবুল, ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর শেখ, সাধারণ সম্পাদক বিএম মাসুম বিল্লাহ, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদুল রহমান, সাধারণ সম্পাদক খোদাব´ কোরায়েশী কালু, ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিনুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক আবুল কালাম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লিটন খান, ৮নং ওয়ার্ড বিএনপি মোঃ সাইফুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মো. মাফিজুর রহমান, মো. সবুজ, রসিউর রহমান, রুবেল, হৃদয় মাষ্টার, কালু, জাহাঙ্গীর, আলমগীর, আলাউদ্দিন, সিরাজুল ইসলাম, আব্দুর রহিম প্রমুখ। সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরা মাদক বিরোধী প্লাকার্ড নিয়ে র্যালী শুরু করে। র্যালীটি বিআইডিসি রোড হয়ে প্লাটিনাম জুট মিলস গেটে গিয়ে শেষ হয়।
ঊআ-বিএস