ঊষার আলো রিপোর্ট : কেএমপির মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ৭ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২২ বোতল ফেন্সিডিল, ৪০ পিস ইয়াবা এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কেএমপি সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টার মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৭ জনকে আটক করা হয়। আটকৃতরা হচ্ছে,
১) সোনাডাঙ্গা থানার ১৫/২ শহীদ সোহরাওয়ার্দী কলেজ রোডের শেখ আনোয়ারুল কবিরের পুত্র তারিক ইবনে আনোয়ার (২২), ২) ৪ নং বাঁশঘাটের মোঃ জয়নাল খাঁর পুত্র মোঃ ইসমাইল হোসেন (২১), ৩) খালিশপুরের ৫ তলা মসজিদের পাশের ইউসুফের বাসার মৃত: মোস্তাফা গাজীর পুত্র টনি ওরফে ইউনুচ (২৮), ৪) তেরখাদার কোলাপাটগাতী গ্রামের দাউদ শেখের পুত্র মোঃ আবুজাবের শেখ (২২), ৫) আরাফাত আবাসিক এলাকার মোঃ আব্দুস সাত্তারের পুত্র মোঃ আজগর আলী (৩২), ৬) নাজিরঘাটের মোঃ আরিফ হাওলাদারের পুত্র মোঃ নুরুন নবি হাওলাদার (২৩) এবং ৭) দৌলতপুরের দেয়ানার মোঃ সেলিম শিকদারের পুত্র মোঃ আশিক শিকদার (২১)। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭টি মাদক মামলা রুজু করা হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)