পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় মামলার বাদী যখন কোর্ট হেফাজতে।
রোববার (২৩ অক্টোবর) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এমন ঘটনা ঘটে।
মামলার আসামী পক্ষের আইনজীবী প্রশান্ত কুমার মন্ডল জানান, নাছিরপুর গ্রামের মৃত আছিরুদ্দীন বিশ্বাসের ছেলে আব্বাস আলী বিশ্বাস (৪৩) আমার মক্কেল কাশিমনগর গ্রামের রবিউল ইসলাম গাজীর ছেলে আব্দুর রাজ্জাক রাজু (৪৫) কে বিবাদী করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ৭৬৭/২০২২ নং একটি চেকের মামলা দায়ের করে।
এ মামলায় রোববার শুনানীর দিন ধার্য্য ছিল। ধার্য্য দিন অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে বাদী-বিবাদী আদালতে হাজিরা দেয়। এ সময় শুনানীন্তে এখতিয়ার বহিরর্ভূত আচারণ ও কর্মকান্ডের অভিযোগে বিজ্ঞ বিচারক মামলা বাদী আব্বাস আলী বিশ্বাসকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মৌখিক আদেশে কোর্ট হেফাজতে রাখার নির্দেশনা দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রোববার দুপুর ২টা পর্যন্ত বাদী কোর্ট হেফাজতে ছিল বলে আইনজীবী প্রশান্ত কুমার মন্ডল জানান।
(ঊষার আলো-এফএসপি)