বানারীপাড়া(বরিশাল)প্রতিনি ধি : বরিশালের বানারীপাড়া
উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন ইনস্টিটিউশনের (আউয়ার মাধ্যমিক বিদ্যালয়) প্রধান শিক্ষক গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার নয় সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.তারিকুল ইসলাম তারেক উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ উপলক্ষে ২২ মে রবিবার বেলা ১২টায় উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা ও সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলমের নেতৃত্বধীন ৬ সদস্যের কমিটি বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অধ্যক্ষ,শিক্ষক (কলেজ),প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক,শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করেন।
প্রথমে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন ইনষ্টিটিউশন (আউয়ার মাধ্যমিক বিদ্যালয়ের) প্রধান শিক্ষক গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ২০০৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বাইশারী কেন্দ্রে উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মিজানুর রহমানের ইংরেজী পরীক্ষার খাতা পরিবর্তন জালিয়াতির ঘটনায় তৎকালীণ কেন্দ্র সচিব গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার ১০ বছরের জন্য দায়িত্ব পালন থেকে অব্যহতি পান।
এ বিষয়টি ও বিএনপি-জামায়াত সরকার আমলে ত্রাণের ঢেউটিন আত্মসাত (ওয়ান ইলেভেনের সময় তার বাড়িতে কবরের আদলে খোঁড়া মাটির নিচে লুকানো থাকা অবস্থায় জিয়া ও খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানার পেচানো ৫৪ পিস ঢেউটিন উদ্ধার করা হয়) এবং ২০১৪ সালে নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নাশকতা (উপজেলা পরিষদে বোমা হামলা) মামলার চার্জশীটভূক্ত আসামী হয়ে জেল হাজতে থাকা ও উজিরপুর উপজেলার নারায়নপুরের শীর্ষ সর্বহারা নেতা কানা বাদল হত্যা মামলার আসামী হওয়াসহ নানা অভিযোগের প্রেক্ষিতে বিএনপি নেতা ও প্রধান শিক্ষক গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টারের নাম বাতিল করেন। পরে সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.তারিকুল ইসলাম তারেককে উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়।