UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মায়ের আদর শাসনেই সন্তান যোগ্য নাগরিক হয়: ফখরুল

ঊষার আলো
মে ৮, ২০২২ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : আজ বিশ্ব আন্তর্জাতিক মা দিবস।এই দিবসকে কেন্দ্র করে বিশ্বের সব মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৮ মে) তিনি বলেন, মা পৃথিবীর শ্রেষ্ঠতম অমূল্য সম্পদ।

সন্তানের জীবনের যেকোনো সাফল্যে মায়ের অবদান অনস্বীকার্য। মা একটি পবিত্র শব্দ। যে ভাষাতেই তাকে সম্বোধন করা হোক না কেন, সৃষ্টির আদিলগ্ন থেকে দেশ ও কালের সীমানা অতিক্রম করেও মায়ের আত্মত্যাগ ও ভালোবাসার রূপ এক ও অভিন্ন।

মির্জা ফখরুল বলেন, সন্তানের জন্য কঠিন ত্যাগ স্বীকার কেবল মায়েদের পক্ষেই সম্ভব।তিনি সন্তানের জন্য কষ্ট যাতনা মুখ বুজে সহ্য করেন। মায়ের অনুগ্রহ ছাড়া কোনো প্রাণীরই প্রাণধারণ করা অসম্ভব।সত্যের জন্য, সম্মানের জন্য, আত্মমর্যাদার জন্য মায়ের সান্নিধ্য সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। অনেক শক্তির আধার হচ্ছেন একজন মা।

তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দায়িত্বশীল ও শিক্ষায় আলোকিত মায়েদের সুসন্তানরাই দীর্ঘদিনের অচলায়তন ভেঙে সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করবে।তারা জাতীয় উন্নয়নকে করবে বেগবান। মা দিবসে আমি দেশের সব নাগরিককে আহ্বান জানাবো, তারা যেন মায়েদের প্রতি যথাযোগ্য সম্মান ও কর্তব্য পালন করেন।

ঊষার আলো-এসএ