UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মা দিবস উপলক্ষ্যে ২০ জন অসহায় মাকে সহায়তা

ঊষার আলো
মে ৯, ২০২১ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিশ্ব মা দিবস উপলক্ষ্যে বরিশালে অসহায় মায়েদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসন। জেলা প্রশাসনের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ২০ জন মাকে এ সহায়তা প্রদান করা হয়। আজ রবিবার (৯ মে) জেলা প্রশাসনের সভাকক্ষে মায়েদের সহায়তা প্রদান অনুষ্ঠানে নগদ অর্থ, শাড়ি, চিনি, দুধ, সেমাই এবং খেজুর বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপাস্থত ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমূল হুদা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, সমাপ্তি রায় ও সুব্রত বিশ্বাস দাস।

(ঊষার আলো-এফএসপি)