UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মেগা প্রকল্প বাস্তবায়নের চেয়ে মানুষের জীবন বাঁচানো জরুরি : মঞ্জু

koushikkln
জুলাই ১৭, ২০২১ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, করোনায় কর্মহীন পরিবারগুলো মারাত্মক অর্থ সংকটে পড়েছে। এক বছর আগেই আমরা বলেছিলাম, লকডাউন দেওয়ার আগে মানুষের খাবার, ওষুধ এবং জরুরি নিত্যপণ্য নিশ্চিত করতে হবে। এছাড়া কখনোই লকডাউন সফল হবে না। বাজেট তৈরি হয় দেশের জনগণের ট্যাক্সের টাকায়। এ টাকার মালিক দেশের জনগণ। তাই সেখান থেকে দিলে দেশের মানুষ বাঁচতে পারবে। মেগা প্রকল্প বাস্তবায়নের চেয়ে মানুষের জীবন বাঁচানো জরুরি।
শনিবার (১৭ জুলাই) দুপুরে মহানগর বিএনপির উদ্যোগে ৩১নং ওয়ার্ডের কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। সাবেক সাংসদ মঞ্জু আরো বলেন, করোনা এখন কেবল নগরে নয়, গ্রাম-গঞ্জের মানুষও আক্রান্ত হচ্ছে। গ্রামের মানুষের একদিকে দারিদ্রতা, অন্যদিকে চিকিৎসার অপ্রতুলতা রয়েছে। উপজেলা হাসপাতালে করোনার সুচিকিৎসা না থাকায় মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে গ্রামাঞ্চল। সরকারের সিদ্ধান্তহীনতা, অব্যবস্থাপনা, অদক্ষতা ও দুর্নীতির কারনে দিনদিন করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। এখনো সব হাসপাতালে শয্যাসংখ্যা, আইসিইউ বৃদ্ধিসহ পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করতে পারেনি সরকার। তিনি করোনা পরিস্থিতি মোকাবেলায় মানুষের জন্য সাহায্য সহযোগিতার হাত নিয়ে সামর্থবান সবাইকে এগিয়ে আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জাফরুল্লাহ খান সাচ্চু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, মিজানুর রহমান মিলটন, আফসার মাস্টার, আসলাম হোসেন, একেএম সেলিম হোসেন, শহীদ খান, সেলিম হোসেন মন্টু, শহিদুল ইসলাম রিয়াজ, আসাদুজ্জামান আসাদ, মাহবুবুর রহমান, জাহাঙ্গীর হোসেন দুলাল, আসাদুর রহমান পাইলট, সাকাওয়াত হোসেন, শাহাবুদ্দিন, আবু তালেব, আ. রহিম. রিজাউল ইসলাম, কাজি আ. রফিক, শামীম আশরাফ, জাহাঙ্গীর হোসেন, এবাদুল ইসলাম, শরিফুল ইসলাম, হাসান বাবলু, তৌহিদুর রহমান, জামাল গোলদার, ইয়াকুব আলী, মো. সুমন, সায়েম হোসেন, ইব্রাহিম, নজু, হাই, মামুন, পান্না, আমিন প্রমূখ।