UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে জাল ভোট দিতে গিয়ে আটক নারী ইউপি সদস্য

pial
জুন ১৫, ২০২২ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : মেহেরপুরে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য সুফিয়া খাতুনকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ জুন) মেহেরপুর সদর উপজেলার নবগঠিত বারাদী ইউনিয়নের কলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। সুফিয়া খাতুনের বাড়ি গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে।

এই বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন, সুফিয়া খাতুন ভোট কেন্দ্রে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে নৌকার প্রার্থী মোমিনুলকে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন। তাই তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

(ঊষার আলো-এসএইস)