UsharAlo logo
রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঊষার আলো
জুন ২৮, ২০২১ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের গাঁড়াডোব গ্রামের পোড়াপাড়ায় একটি পুকুর থেকে শান্তা খাতুন (১১) নামের এক কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। কিশোরী শান্তা পোড়াপাড়ার শামীম হোসেনের মেয়ে। সোমবার (২৮জুন) সন্ধ্যায় বাড়ির পাশে ইটভাটা সংলগ্ন একটি পুকুরের পানি থেকে শান্তার ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াপাড়ার একটি ইটভাটা সংলগ্ন পুকুরের পানিতে শান্তার মরদেহ ভাসতে দেখে কয়েকজন প্রতিবেশী। সে বেঁচে আছে ভেবে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শান্তা দুপুরের দিকে খেলা করতে বাড়ির বাইরে যায়। বিকেল গড়িয়ে গেলেও সে বাড়ি ফিরে আসেনি। এসময় অনেক খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির নিকট ইটভাটা সংলগ্ন পুকুরের পানিতে শান্তার মরদেহ ভাসতে দেখে কয়েকজন প্রতিবেশী। কিভাবে তার মৃত্যু হয়েছে বুঝে উঠতে পারছিনা।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ বলা সম্ভব হবে।
(ঊষার আলো-এমএনএস)