UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মেয়রের সুস্থ্যতা কামনায় খালিশপুর পৌর সুপার মার্কেটে দোয়া

koushikkln
জুন ১৮, ২০২১ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: খুলনা সিটি কর্পোরেশর পরিচালিত খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় সিটি মেয়র তালুকদার আঃ খালেকের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়। এতে অংশ নেন সমিতির সভাপতি হাসান হাফিজুর রহমান, সাঃ সম্পাদক রাফেল ফেরদৌস রানা, খালিশপুর থানা যুবলীগ নেতা আশরাফুল ইসলাম মুন, সমিতির নেতা জাকির হোসেন, শফিউল আজম আদু, আহমেদ আলী, আঃ রাজ্জাক মিন্টু, মাসুদ আসিফ, আবু বক্কর সিদ্দিক, আবুল বাশার, রফিকুল, জনি, মজিবর রহমান, সেলিম, সালাম শরীফ, কামাল, দেলোয়ার, আতিয়ার, ফারুখ, গাউস প্রমুখ।
২১নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে দোয়া : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি তালুকদার আঃ খালেকের আরোগ্য কামনায় ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শামসুজ্জামান মিয়া স্বপনের সার্বিক তত্ত্বাবধানে ওয়ার্ডের প্রতিটি মসজিদে জুমাবাদ দোয়ার আয়োজন করা হয়। এছাড়া ২১নং ওয়ার্ড কাউন্সিলরের পক্ষে মেয়রের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়।