UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মোংলায় আগুনে পুড়ল দিনমজুর আবুল কালামের বসত ঘর

pial
জুন ২৮, ২০২২ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি (মোংলা) : বাগেরহাটের মোংলায় বসত ঘরে আগুন লেগে পুড়ে গেছে আবুল কালাম হাওলাদার (৫৫) নামের এক দিনমজুরের বসত ঘর।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে মোংলা উপজেলার মিয়াপাড়া এলাকার শেরেবাংলা সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে হঠাৎ করে বসত ঘরে আগুন ধরে মুহুর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে উঠে। আগুন দেখে আবুল কালামের স্ত্রী চিৎকার করলে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

স্থানিয়রা বলেন, এতে বসত ঘরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। নগদ আড়াই লক্ষ টাকা সহ এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে।

আবুল কালামের স্ত্রী বলেন, ‘ঘরের কাজ করার জন্য অনেক কষ্ট করে তিন লাখ টাকা রাখছিলাম টাকাগুলো সব পুইড়া গেছে’। ঘরে চাল ও খাবার জিনিস ছিল। পুড়ে সব শেষ। এক পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই।’

মোংলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা লিটন হাওলাদার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরে থাক নগদ আড়াই লক্ষ টাকা পুড়ে গেছে।

(ঊষার আলো-এফএসপি)