UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে পৌর মেয়র

pial
জুন ৭, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি (মোংলা) : মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড গিয়াসউদ্দিন সড়ক এলাকায় আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ি পরিদর্শন করেছেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।

সোমবার (৬ জুন) রাতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় মোংলা পোর্ট পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, আ’লীগ ও সহযোগী সংগঠনের সকল নের্তৃবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এসময় পৌর মেয়র ক্ষতিগ্রস্তদের পৌরসভা থেকে সহোযগীতার আশ্বাস দেন।

(ঊষার আলো-এফএসপি)