UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মোংলায় বেড়ে চলছে করোনা সংক্রমণ

ঊষার আলো
জুন ১, ২০২১ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাগেরহাটের মোংলা উপজেলায় করোনা সংক্রমণ বেড়েই চলছে। গত ১ সপ্তাহে উপজেলায় ১০৯ জনের করোনা পরীক্ষায় ৬৩ জন পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৭০ শতাংশ। ওই সময়ে মৃত্যু হয়েছে ৭ জনের।
এদিকে মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসন কঠোর বিধিনিষেধ আরোপ করলেও অনেক জায়গায় তা মানছেন না সাধারণ মানুষ।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেছেন, উপজেলার বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। ভারত থেকে পণ্য নিয়ে লাইটার ও কার্গো জাহাজ বন্দর চ্যানেল দিয়ে আসা-যাওয়া করে। সে সময়ে তারা নোঙ্গর করে নিত্যপ্রয়োজনীয় কেনার জন্য এই এলাকায় অবাধ বিচরণ করেন। এছাড়া ঈদ পরবর্তী সময়ে লোকজন আসা-যাওয়ার কারণেই মোংলাসহ আশেপাশের এলাকায় করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ইউএনও বলেছে, করোনা সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের চলাচলের উপর ৮দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)