UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেলের ধাক্কায় নিহত ঘটনায় চালক গ্রেফতার হয়নি

koushikkln
জুলাই ২৫, ২০২২ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি: নড়াইলে মোটরসাইকেল ধাক্কায় মিলন (৩০) নামে একজনের মৃত্যু হলেও চালককে এখনও আটক করা যায়নি।
সোমবার (২৫ জুলাই) সকাল ৯ টার দিকে নড়াইল শহরের নতুনবাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলন ৬নং ওয়ার্ডের অন্তরভূক্ত ভাদুলিডাঙ্গা গ্রামের দিনবন্ধুর ছেলে।
তার সহকর্মীদের কাছ থেকে জানা গেছে, সকালে মিলন নতুনবাস টার্মিনাল এলাকায় ট্রাক শ্রমিক ইউনিয়নের টাকা তোলার কাজ করছিলেন। তখন একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে রোগীর অবস্থা অবনতি দেখে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে মোটরসাইকেল চালককে এখনও আটক করা যায়নি।