UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমা বাড়ল

pial
এপ্রিল ২৬, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মোবাইলের মাধ্যমে আর্থিক সেবা (এমএফএস) বা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের লেনদেনের সীমা বাড়িয়ে নতুন এক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন বিকাশ, রকেট ও নগদের মতো আর্থিক সেবার গ্রাহকেরা দিনে এজেন্ট থেকে ৩০ হাজার টাকা এবং ব্যাংক হিসাব বা কার্ড থেকে ৫০ হাজার টাকা জমা করতে পারবেন। তার আগে কার্ড থেকে দিনে ৩০ হাজার টাকার বেশি জমা করা যেত না।

সোমবার (২৫ এপ্রিল) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিকাশ-নগদ গ্রাহকেরা দিনে এজেন্ট থেকে ৩০ হাজার টাকা ও ব্যাংক হিসাব কিংবা কার্ড থেকে ৫০ হাজার টাকা জমা করতে পারবেন। এছাড়া অন্যান্য এমএফএস হিসাবে টাকা পাঠানোর সীমাও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
আগে কার্ড থেকে টাকা জমার সীমা নির্দিষ্ট না থাকলেও দিনে ৩০ হাজার টাকার বেশি জমা করা যেত না।

নতুন নির্দেশনা অনুযায়ী, গ্রাহকেরা দৈনিক ২৫ হাজার টাকা এবং প্রতি মাসে সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। তবে এমএফএস হিসাবের স্থিতি ৩ লাখ টাকার বেশি রাখা যাবে না।

এমএফএসের গ্রাহকেরা একে অপরকে দৈনিক ২৫ হাজার টাকা এবং প্রতি মাসে দুই লাখ টাকা পাঠাতে পারবেন। এর আগে প্রতি মাসে এমএফএসের একজন গ্রাহক অন্য গ্রাহককে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পাঠাতে পারতেন।

(ঊষার আলো-এফএসপি)