UsharAlo logo
শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ৩০ জন ডায়রিয়ায় আক্রান্ত

usharalodesk
এপ্রিল ১৬, ২০২২ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ৩০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। প্রতিদিন গড়ে ৪০ জনের‌ও বেশি লোক ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ৩০ জন রোগী ভর্তি হন। এছাড়া এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ জন। গত সাড়ে তিন মাসে ডায়রিয়ায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৩ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৯৩ জন।

গড়ে দৈনিক ৪০ জনের বেশি আক্রান্ত হচ্ছেন।শুক্রবার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে। ঢাকার মতো পরিস্থিতি আমাদের এখনো তৈরি হয়নি। পর্যাপ্ত পরিমাণে স্যালাইন ও ওষুধ মজুত আছে। ঋতু পরিবর্তনের কারণে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

ঊষার আলো-এসএ