UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ২

koushikkln
ডিসেম্বর ২২, ২০২১ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদকঃ র‍্যাব-৬ সদস্যরা যশোরে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে আটক করেছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব-৬ অধিনায়ক মুহাম্মদ মুসতাক আহম্মেদ জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে র‍্যাব সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে যশোর জেলার বেল দীঘিরপাড় গ্রামস্থ মেসার্স শাহজালাল ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার এলাকায় অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি  টের পেয়ে কতিপয় ব্যক্তি ঘটন পালানোর চেষ্টাকালে করে।
এ সময় র‍্যাবের সদস্যরা বেনাপোলের মো: আব্দুল কাদেরের ছেলে মো: আব্দুল্লাহ (২৮), মো: আব্দুল মমিনের ছেলে আজিজুর রহমান (২৯) আটক করে।  তাদের কাছ থেকে ৪ (চার) টি পিস্তল (MADE IN USA), ৮ (আট) টি ম্যাগাজিন, ৩৪  রাউন্ড গুলি ও ৩ (তিন) টি মোবাইল ফোন উদ্ধার করে।