UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

যাই খাচ্ছেন তাই মজা লাগছে সাকিবের!

ঊষার আলো
মার্চ ২২, ২০২১ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সাকিব আল হাসান সম্প্রতি তার ফেইসবুকে একটি ছবি আপলোড করেছেন। যেখানে খুবই মজা করে তাকে একটি বার্গার খেতে দেখা যাচ্ছে।

ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, “ইদানীং যাই খাচ্ছি সবই মজা লাগছে! কেনো বলুন তো?” তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে!

বিষয়টি নিয়ে সাকিবের ভক্তকূলের মাঝে কৌতুহল পড়ে গেছে। সাকিব কেন ই ছবি পোস্ট করে প্রশ্ন ছুড়ে দিয়েছন, সেটা নিয়ে যদিও তিনি কোনও খোলাসা করেননি।

তবে তার এই ক্যাপশনের পর তার ভক্তরা কমেন্টবক্সে বিভিন্ন রকম মন্তুব্য করছেন। রিফাত এমিল নামে এক ভক্ত লিখেছেন, কারণ, আপনি সাকিব তাই। যা খাবেন তাই মজা ও যা খাওয়াবেন তাও মজা।

তাফসির নামে আরেকজন লিখেছেন, মুখে রুচি থাকলে যা খাবেন তাই ভালো লাগবে…..

এভাবেই সাকিবের ভক্তরা তার পেইজে গিয়ে অনুমান নির্ভর নানান মন্তব্য করছেন। যারা যারা কমেন্ট করেছেন, তাদের প্রত্যুত্তরে কোনও কিছুই জানাচ্ছেন না সাকিব!

(ঊষার আলো-এফএসপি)