খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আজ ২১ ডিসেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে কর্মরত ড্রাইভার ও হেলপারদের নিরাপদ ড্রাইভিং এবং কাজের নৈতিকতা শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ মিনিটে ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং রিসোর্স পার্সন হিসেবে ‘প্রফেশনালিজম এন্ড অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের গাড়ির চালক ও তাদের সহযোগীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তারা শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে ক্যাম্পাসে আনা-নেওয়ার কাজে নিয়োজিত থাকেন। এই কাজে তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যানবাহন চালনার ক্ষেত্রে নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্বারোপ করতে হবে। কারণ একটি দুর্ঘটনা ভুক্তভোগীসহ আরও অনেকের জীবনে নীতিবাচক প্রভাব ফেলে।
তিনি আরও বলেন, গাড়ি রক্ষনাবেক্ষণ হচ্ছে বড় জিনিস। যানবাহন চালনার ক্ষেত্রে দক্ষ হতে হবে এবং ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলতে হবে। কর্মক্ষেত্রে নৈতিকতার বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিতে হবে, যাতে প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সেবা প্রদান করা যায়। মনে রাখতে হবে, সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। পরিবর্তিত পরিস্থিতে বিশ্ববিদ্যালয়ের গাড়ির চালক ও তাদের সহযোগীদের নিয়ে এই ধরনের একটি কর্মশালা আয়োজনের জন্য আমি আইকিউএসিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং রিসোর্স পার্সন হিসেবে ‘বেসিক রুলস এন্ড মোটিভেশন’ বিষয়ে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, সচেতনভাবে গাড়ি চালনার মাধ্যমে অধিকাংশ দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব। সড়কে চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলা খুবই জরুরি। চালকদের জনবহুল এলাকায় সতর্কতা অবলম্বন করা, স্পিড ব্রেকার ও বিভিন্ন দিক নির্দেশার দিকে খেয়াল রাখা উচিত।
তিনি আরও বলেন, গাড়ি নিয়ে বের হওয়ার আগে গাড়ির ত্রুটি বিচ্যুতি, ইঞ্জিন, চাকা, রেডিয়েটরসহ বেসিক জিনিসগুলো ঠিক আছে কিনা তা লক্ষ্য রাখতে হবে। গাড়িতে যাত্রীদের ওঠানামার সময় খেয়াল রাখতে হবে যাতে চলন্ত অবস্থায় কেউ উঠতে বা নামতে না পারে এবং নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করতে হবে।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ‘এনশিউরিং কম্পিটিং এনভায়রনমেন্ট এ্যাট কেইউ’ বিষয়ে সেশন পরিচালনা করেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। এছাড়াও সেশন পরিচালনা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মোঃ ওলিউজ্জামান, পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবির এবং বিআরটিএ, খুলনার মোটর ভেহিকেল ইন্সপেক্টর সাইফুল ইসলাম।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবির। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ৫৮ জন ড্রাইভার-হেলপার অংশগ্রহণ করেন।
ঊ/আ-এইচআর