UsharAlo logo
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে টিকটকের ওপর নিষেধাজ্ঞা বাড়ছে

usharalodesk
জানুয়ারি ১৫, ২০২৩ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে অনেক দিন ধরেই। ফলে সমস্যার সম্মুখীন হচ্ছে চীনা কোম্পানিগুলো। এরমধ্যে অন্যতম টিকটক। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে চীনা শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।

বিশেষজ্ঞদের দাবি, শিগগিরই যুক্তরাষ্ট্রে টিকটকের এই সমস্যার কোনো সমাধানের দেখা মিলছে না। সর্বশেষ উইসকনসিন এবং নর্থ ক্যারোলিনাতে অ্যাপটি নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। এই দুই রাজ্যসহ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২২টি অঙ্গরাজ্যে টিকটক নিষিদ্ধ।

লুইসিয়ানা, মিসিসিপি, সাউথ ডাকোটা, ইন্ডিয়ানা এবং আরও অনেক রাজ্যে সরকারি কর্মকর্তাদের অফিসিয়াল ডিভাইসে টিকটক ইনস্টল করার অনুমতি নেই। এছাড়া রাষ্ট্রপতির নেতৃত্বাধীন ফেডারেল সরকার এবং তার কর্মকর্তাদের ফোনেও টিকটক ব্যবহার নিষিদ্ধ।

টিকটকের মূল সংস্থা বাইটড্যান্স ব্যবহারকারীদের সংবেদনশীন তথ্য ফাঁস করতে পারে চীনা সরকারের কাছে, এই রকমই ঝুঁকি আশংকা করছে মার্কিন সরকার। বাইটড্যান্সে একটি অভ্যন্তরীণ সিসিপি কমিটি রয়েছে, যা মার্কিনদের উদ্বেগের অন্যতম প্রধান কারণ। হুয়াওয়ে এবং জেডটিই-র মতো আরও কয়েকটি চীনা সংস্থাকে সরকারী প্রকল্প থেকে নিষিদ্ধ করেছে দেশটি।

টিকটকের নিষেধাজ্ঞার পর অন্যান্য চীনা অ্যাপ্লিকেশন গুলোতেও নিষেধাজ্ঞা আসতে পারে। তবে নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার অন্য কিছু চীনা অ্যাপ নিষিদ্ধ করার ইঙ্গিত দিলেও উইসকনসিনের গভর্নর টনি এভারস এখনো তেমন কোনো ইঙ্গিত দেয়নি।

টিকটক নিষিদ্ধ করার পর কুপার জানান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার আক্রমণে সক্রিয় দেশগুলোর থেকে রাষ্ট্রীয় তথ্য রক্ষা তাদের জন্য গুরুত্বপূর্ণ। সাইবার হুমকি থেকে নর্থ ক্যারোলিনার জনগণের সুরক্ষা এবং গোপনীয়তা নিশ্চিত করা অত্যাবশ্যক। নর্থ ক্যারোলিনাতে চীনের আরেকটি সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটও নিষিদ্ধ।

ঊষার আলো-এসএ