UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যুবদল নেতার বাগেরহাট জেলা কারাগারে মৃত্যু!

ঊষার আলো ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

সীমাহীন নির্যাতনে হত্যার অভিযোগ
তীব্র প্রতিবাদ বিএনপি নেতৃবৃন্দের

খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য জলমা ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন মিজান (৪৫) বাগেরহাট কারাভ্যন্তরে অস্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। বাগেরহাট জেলা কারাগারে গত রাতে ইন্তেকাল করেন তিনি। গ্রেফতারের পর ও কারাভ্যন্তরে সীমাহীন নির্যাতনে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ খুলনা বিএনপির।

এঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গতকাল বুধবার গভীর উদ্বেগের সাথে শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চিয়তা থাকে না। বিরোধী দল-মতের নেতাকর্মীই শুধু নয় সাধারণ মানুষও প্রতিমুহুর্তে খুন-গুম, পুলিশী নির্যাতন ও কারাগারে অস্বাভাবিক মৃত্যুর ভয়ে আতঙ্কিত। সমগ্র বাংলাদেশকে মৃত্যুকূপে পরিণত করে সাজানো-পাতানো নির্বাচনের নামে জনগনের সাথে ভোট-ভোট খেলা করছে লুটেরা আওয়ামী লীগ। গেল ১৫ বছরের সকল অন্যায়-অবিচার, জুলুম-নির্যাতন, রাষ্ট্র ও জনগনের অর্থ লুটপাট করে বিদেশে পাচার, বাজার সিন্ডিকেট করে হাজার হাজার কোটি লোপাট, ভোটাধিকার হরণ ও গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের প্রতিবাদে আগামী ৭ জানুয়ারি ডামি ভোট বর্জন করুন।

সকল অন্যায়ের প্রতিবাদ হোক একদিনে, কেউ যাবো না ভোট কেন্দ্রে। আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের নির্যাতন-নিপীড়নে নিহত সারাদেশের হাজার হাজার নেতাকর্মী হারানোর শোককে শক্তি হিসেবে নিয়ে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটবর্জন কর্মসুচি সফল করতে হবে।

মরহুমের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক  রকিবুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।