UsharAlo logo
সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

যুবনেতা শেখ শহীদ আলী’র  মৃত্যুবার্ষিকীতে নগর যুবলীগের স্মরণ সভা 

koushikkln
জুন ২৭, ২০২২ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর যুবলীগের সাবেক সদস্য ও সোনাডাঙ্গা থানা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মরহুম শেখ শহীদ আলী’র ২য় মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (২৭ জুন) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা আয়োজিত এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দীন বাচ্চু, জাহাঙ্গীর হোসেন খান, ফারুক হাসান হিটলু, এস এম আকিল উদ্দীন, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, যুবনেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, শওকত হোসেন, শেখ মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, মহিদুল ইসলাম মিলন, মো: মেহেদী হাসান মোড়ল, ইয়াসিন আরাফাত, মো: রাশেদুল ইসলাম, রাশেদুজ্জামান রিপন, আব্দুলাহ-আল মামুন মিলন, আরিফুল ইসলাম আরিফ, ইলিয়াস হোসেন লাবু, নগর ছাত্রনেতা আসাদুজ্জামান বাবু, এস এম মাসুদ হোসেন সোহান, মাহামুদুল হাসান শাওন, জব্বার আলী হীরা, জহির আব্বাস, এস এম ইমাজ উদ্দীন, মাহামুদুর রহমান রাজেশ, হিরণ হাওলাদার, জোয়েব সিদ্দিকী প্রমূখ।