ঊষার আলো ডেস্ক : খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পাইকগাছা উপজেলা যুবলীগের সাবেক সদস্য মোঃ আকরামুল ইসলামের মাতা ও সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজের মাতা ফিরোজা বেগমকে দেখতে বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে হাসপাতালে যান খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
এ সময় তিনি তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং কর্তব্যরত চিকিৎসকের কাছে চিকিৎসার খোঁজ-খবর নেন এবং আশু-সুস্থতা করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, হারুন আর রশীদ, ডি,এম আশরাফ আলী, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, ছাত্রলীগ নেতা মীর আহাদুল আলামীন, শেখ মোঃ শাকিল, মীর সদরুল আমিন, রবিউল ইসলাম (টিটু), নজীর আহমেদ, ইয়াছিন আরাফাত, শাহানুর আলম প্রমুখ।