খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম “ডেভিল হান্ট অভিযানে” যুবলীগ নেতা মোঃ সুমন শেখ ওরফে লোদা সুমন (৩৪)কে গ্রেফতার হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় খুলনা সদর থানাধীন নিক্সন মার্কেট এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। কেএমপির ডিবি পুলিশ জানায়, ডিবির ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। লোদা সুমন নগরীর নিউ কলোনী, রেলওয়ে হাসপাতাল রোড, জনৈক রবি’র বাড়ির ভাড়াটিয়া নুর ইসলামের পুত্র। সে খালিশপুর থানার ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়াও উক্ত আসামী খালিশপুর থানার মামলা নং-০২। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তাহার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করিয়াছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইতেছে।
ঊআ-বিএস