ঊষার আলো রিপোর্ট : বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে লকডাউনে থাকা কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে শনিবার (২৪ এপ্রিল) খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, জেলা সাংগঠনিক সম্পাদক জামসিদ হাসান জিকু, যুব ইউনিয়ন নেতা শেখ রবিউল ইসলাম রবি প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ সরকার ও বিত্তবানদের প্রতি কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদানের আহ্বান জানান।
(ঊষার আলো-এমএনএস)